ছাতক সিমেন্ট কারখানার সিবিএ’র ঈদ পুনর্মিলনী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৫:১৫:০৩ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: ছাতক সিমেন্ট কারখানার সিবিএ’র উদ্যোগে গতকাল শনিবার বিকালে কারখানার শ্রমিক কর্মচারী ক্লাবে ঈদপুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিবিএ’র সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন মুহিবুর রহমান মানিকের সহধর্মিণী শামীমা ফেরদৌসী, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমল কৃষ্ণ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিবিএ’র সহ-সম্পাদক মফিজুর রহমান শাহিন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, যুবলীগ নেতা মিনহাজুর রহমান তাপস, সাইফুদ্দিন, মামুন আহমদ, হাবিবুর রহমান, সিবিএর কার্যকরী কমিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক বুলবুল কুমার দাস, সিবিএ নেতা কছির আলী, আব্দুর রহমান, ইউসুফ আলী, বেলাল হোসেন, রেজাউল করিম জনি, জসীম উদ্দীন, তোমিজ আলী, মনজুরুল হক, আজিজুর রহমান রুবেল, শাহাবুদ্দিন, নুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সিজান, আনোয়ার হোসেন মখন মেম্বার, সিসিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কালিদাস পোদ্দার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী আমিনুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন দিজেবর চন্দ্র মজুমদার।