কুড়ারবাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৫:২৭:৩৬ অপরাহ্ন
জানাজা আজ ॥ বিশিষ্টজনের শোক
বিয়ানীবাজার (সিলেট) থেকে সংবাদদাতা: বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার কলেজের অধ্যক্ষ মো. আজিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা পৌণে দু’টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি বৃদ্ধ মা, ৫ ভাই, স্ত্রী, এক পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি বড়লেখা উপজেলার ইটাউরি (বাদশা বাড়ি) গ্রামে।
মরহুমের জানাজার নামাজ আজ রোববার সকাল ১০ টায় ইটাউরি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
এদিকে, কুড়ারবাজার কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মো. আজিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবেশমন্ত্রী আলহাজ মো. শাহাব উদ্দিন এমপি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জানা যায়, অধ্যক্ষ আজিম উদ্দিন কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে তাঁর শরীরে ওপেন হার্ট সার্জারি করা হয়। অপারেশনের পর তিনি আইসিইউ’তে ছিলেন। সেখানে গত শুক্রবার রাতে তিনি আবারও হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এ অবস্থায় গতকাল শনিবার চিকিৎসকরা তাঁকে মৃত ষোষণা করেন।
অধ্যক্ষ আজিম উদ্দিন সিলেট এমসি কলেজ (রাজনীতি বিজ্ঞান) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২৪তম ব্যাচ) পড়ালেখা করেন। এরপর থেকে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি ইটাউরি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।