ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবি
বিশ্বনাথে ২৪ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৫:৩৬:২৭ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বিশ্বনাথে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের দাবিতে আগামী ২৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের নেতৃবৃন্দ। ধর্মঘট চলাকালে ওই দিন সকাল ৬টা থেকে বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকায় সকল প্রকারের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। গতকাল শনিবার সকালে ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দেন বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্যজোটের সভাপতি ও পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী। অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে ‘বিশ্বনাথে তীব্রভাবে লোডশেডিং ও শিশুশ্রম বৃদ্ধিকারী’ ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ করার দাবি জানিয়ে আসলেও স্থানীয় প্রশাসনসহ কেউই তাদের কথা আমলে নিচ্ছেন না। কিংবা পরিবহন শ্রমিকদের পক্ষে কেউ কোন কথা বলছেন না। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই অনেকটা বাধ্য হয়েই বিশ্বনাথে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পরে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিস ঘেরাও করা হবে। উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ময়না মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য কুতুব উদ্দিন, আব্দুল আজিজ সুমন, সহ সভাপতি ফরিদ মিয়া, সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সহ সভাপতি সিরাজ মিয়া, মকদ্দুছ আলী, শিশু মিয়া, মানিক মিয়া, সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক তোরন চৌধুরী, আব্দুল ওয়াদুদ, রিপন মিয়া, লিয়াকত আলী, সালেহ আহমদ রাজন, গয়াস আলী, মতছির আলী, সাংগঠনিক সম্পাদক আরশ আলী, বিলাল আহমদ, কোষাধ্যক্ষ সুন্দর আলী, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আরশ আলী প্রমুখ।