জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের স্মরণ সভা
শেখ মখন মিয়া তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৫:৫৮:১৮ অপরাহ্ন
আলহাজ্ব শেখ মখন মিয়া তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। তিনি আদর্শ নিয়ে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের যেকোন বিপদে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তা মোকাবেলা করেছেন। দেশ ও মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন। যার চিন্তা চেতনাই ছিলো অসহায় মানুষের কল্যাণে কাজ করা।
গত শনিবার রাতে সিলেট জেলা পরিষদ হলরুমে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ মখন মিয়া স্মরণে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আয়োজিত শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। শেখ মখন মিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন হযরত কমর উদ্দীন চৌধুরী ফুলতলী।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ১ম সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আহাদের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, দরগা মাজার শরীফের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুর রহমান মনি, মরহুমের পুত্র মাহফুজুর রহমান মুন্না, হাসান মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিটি মার্কেটের সহ-সভাপতি মল্লিক মুন্না, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, দরগা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, রাজ্জাক হোসেন, লুৎফুর রহমান লিনু, মোহাম্মদ সাদ মিয়া, নুরুল ইসলাম সুমন, আলেক মিয়া, সুহেল আহমদ সাহেল, জাহাঙ্গীর আলম, পংকি মিয়া, লায়েক আহমদ, জাহাঙ্গীর আলম, শামীম চৌধুরী, আবুল কাশেম, আনিসুর রহমান তিতাস, আলাউদ্দিন, কয়সর আলী, রাজু আহমদ, রাজু আহমদ, মিছবাউল করিম, কয়েস আহমদ সাগর, আফরোজ আলী, বিজিত দাশ, শেখ তসলিমা আলী হেনা, মিসবাউল বাউল করিম, কামরুল হাসান চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ মজনু মিয়া, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুর রহিম, আব্দুল আহাদ চৌধুরী, মজলুর রহমান, আব্দুল মুহিত স্বপন, মাসুদ কাজী, রাজু আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি