জাপা থেকে মাহবুবুর রহমান চৌধুরীকে অব্যাহতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:১২:৩৩ অপরাহ্ন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পার্টির প্রাথমিক সদস্যপদ সহ দলীয় সকল পদ থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরীকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গতকাল রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়। স্বাক্ষরিত পত্রে বলা হয়, গত ৫ মে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি কর্তৃক কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে এই অব্যাহতি দেওয়া হয়। গতকাল ২১ মে থেকে এ আদেশ কার্যকর হয়।-বিজ্ঞপ্তি