বিশ্বনাথের ফেরারি আসামী মকরম ডাকাত আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:১৬:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে আটক হয়েছে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ফেরারি আসামী মকরম আলী ওরফে মকরম ডাকাত। আটক ব্যক্তি উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইর্শ্বদ আলীর পুত্র।
গত শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে বিশ্বনাথ থানার এসআই বিনয় চক্রবর্তী ও শাহপরাণ মোল্লার নেতৃত্বে একদল পুলিশ মকরম ডাকাতকে আটক করে। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ইন্সপেক্টর শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মকরম আন্ত:জেলা ডাকাত সর্দার ও একাধিক ডাকাত বাহিনীর নিয়ন্ত্রক। এসব বাহিনীর মাধ্যমে মকরম আলী ওরফে মকরম ডাকাত দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৭টি ওয়ারেন্ট রয়েছে। মামলার হুলিয়া নিয়ে সুকৌশলে পালিয়ে বেড়াচ্ছিল দুর্র্ধর্ষ ডাকাত সর্দার মকরম।