ধর্মপাশা ও হবিগঞ্জে বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:১৮:৪৮ অপরাহ্ন

ডাক ডেস্ক : ধর্মপাশা ও হবিগঞ্জের বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার পৃথক বজ্রপাতে মৃত্যুর এ ঘটনা ঘটে।
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ধর্মপাশায় বজ্রপাতে পলাশ ও তোয়াসিন নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামনের খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত পলাশ হরিপুর গ্রামের শফিকুল ও তোয়াসিন শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শান্তিপুর গ্রামের সামনে খেলার মাঠে হরিপুর বনাম শান্তিপুর গ্রামের মধ্যকার ফুটবল খেলায় পলাশ ও তোয়াসিন দু’পক্ষের হয়ে খেলছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে পলাশ ও তোয়াসিন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ১০ নম্বর মিরাশি ইউপির আইতন গ্রামে এ ঘটনা ঘটে। লিমা আক্তার (১৪) আইতন গ্রামের হাজী বাড়ীর আব্দুল জলিলের মেয়ে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।