সিলেট ও সুনামগঞ্জে পৃথক ঘটনায় ৩ নারীর অপমৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:১৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ও সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক ঘটনায় ৩ নারীর অপমৃত্যু ঘটেছে। অপমৃত্যুর শিকার নারীদের মধ্যে আল-হারামাইন হাসপাতালের নার্স, গৃহবধূ ও কিশোরী রয়েছেন। এসব ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে নগরীর শিবগঞ্জ এলাকার ফেয়ার টাওয়ার থেকে ফারজানা খানম বৃষ্টি নামক এক নারীর লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী নগরীর আল-হারামাইন হাসপাতালের নার্স বলে জানায় পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার জগৎচর গ্রামের তাজ উদ্দিন খানের কন্যা। শাহপরাণ থানা লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শাহপরাণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শাহপরাণ থানার পীরেরবাজার এলাকা থেকে সাকিনুর বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল নয়টার দিকে শাহপরাণ থানার পীরেরবাজারস্থ আব্দুর রহমান তেলের পাম্পের পাশের সিরাজ মেম্বারের বাসা থেকে লাশটি উদ্ধার হয়। নিহত সাকিনুর জৈন্তাপুর থানার চতুল গ্রামের বাসিন্দা। তিনি স্বামী সিএনজি চালিত অটোরিকশা চালক রোমান মিয়াকে নিয়ে পীরেরবাজার এলাকার সিরাজ মেম্বারের বাসায় ভাড়া থাকতেন। শাহপরাণ থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমা বেগম (১৮) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম শান্তিগঞ্জ থানার গাজিনগর গ্রামের মৃত ওয়ারিছ মিয়ার মেয়ে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান তিনি।