জৈন্তাপুরে ৩৫ বছর পর মসজিদের সীমানা নিয়ে বিরোধের নিষ্পত্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:২৪:১৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর ভিত্রিখেল ববরবন্দ গ্রামের জামে মসজিদের ভূমির সীমানা নিয়ে বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা ভূমি প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার বিশিষ্টজনের মধ্যস্থতায় এ বিরোধ নিষ্পত্তি করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য শওকত আলী ও হারুন-উর রশিদ সরকারের উপস্থিতিতে দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি করা হয়।
জানা যায়, উপজেলার ফেরীঘাট ভিত্রিখেল ববরবন্দ গ্রামের শত বছরের পুরনো জামে মসজিদের দক্ষিণ অংশের জায়গার সীমানা নিয়ে প্রতিবেশী প্রবাসী আজিজুর রহমানের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। এ নিয়ে গ্রামবাসী, মসজিদ পরিচালনা কমিটি এবং প্রবাসীর পরিবারের মধ্যে আদালতে মামলা দায়ের করা হয়। স্থানীয়ভাবে তাদের এ বিরোধ নিষ্পত্তি করতে কয়েক বছর থেকে চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি।
এদিকে, মসজিদের মালিকানাধীন জায়গার সাথে সরকারী খাস খতিয়ানের কিছু ভূমি থাকায় সম্প্রতি মসজিদ পরিচালনা কমিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবীর নিকট একটি আবেদন করেন। তিনি জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলামকে বিষয়টি নিষ্পত্তির অনুরোধ করেন। এরপর তিনি চেষ্টা করলেও নানা কারণে নিষ্পত্তি হয়নি। সম্প্রতি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জায়গার সীমানা চিহ্নিত করেন। এতে প্রবাসী পরিবারের আপত্তি এবং সীমানা পিলার তুলে ফেলার অভিযোগ করেন মসজিদ কমিটি। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে মৃদু উত্তেজনা দেখা দিলে মসজিদ কমিটি আবারও প্রশাসনের সহায়তা কামনা করেন। ফলে গত রোববার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আজিজুল হক, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, অর্থ সম্পাদক তবারক আলী এবং প্রতিপক্ষ প্রবাসী আজিজুর রহমানের পুত্র মোয়াজ্জেমসহ উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। এরপর দু’পক্ষের সাথে আলোচনা করে সীমানা চিহ্নিত করা হয়। এতে উভয়পক্ষ সন্তুষ্ট হলে সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী।
এ বিষয়ে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি করতে সহযোগিতা করায় প্রশসানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী জানান, মসজিদ একটি পবিত্র স্থান। প্রবাসী পরিবারের সাথে মসজিদের সীমানা নিয়ে বিরোধ থাকায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। অবশেষে উপজেলা প্রশাসনের নির্দেশনা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় স্থায়ীভাবে এ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।