সৌদি পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:২৮:১০ অপরাহ্ন
ডাক ডেস্ক: এ বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে গতকাল রোববার মোট ৮২৯ জন হজযাত্রী দুটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন। ৪১৪ জন হাজযাত্রীকে নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরব সময় সকাল ৭ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দ্বিতীয় ফ্লাইটটি অপর ৪১৫ জন হাজযাত্রীকে নিয়ে বেলা সাড়ে ১১ টায় সেখানে পৌঁছে।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং সৌদি আরবের হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাতও জেদ্দা বিমানবন্দরে হজযাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার রাজধানীর আশকোণা এলাকায় হাজী অফিসে হজ কার্যক্রম-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী হজ করতে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যরা সৌদিয়া বা ফ্লাইনাসে যাবেন। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে।