জগন্নাথপুর সরকারি কলেজের সাত শিক্ষক সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:৩৬:২১ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সরকারিকৃত কলেজের আরো ৭৮ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজের ৭ জন শিক্ষক রয়েছেন। গতকাল রোববার তাদের অস্থায়ী নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নিয়োগপ্রাপ্তরা হলেন-জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক নিশী কান্ত দাস, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুর রউফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান, অর্থনীতি প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, সমাজ বিজ্ঞান প্রভাষক অশেষ কান্তি দে, রসায়ন প্রভাষক মো. সামসুল আলম চৌধুরী, প্রাণিবিদ্যা প্রভাষক মোহাম্মদ নিয়াজ আহমেদ।
জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সরকারিকৃত বঙ্গবন্ধু কলেজ, সুনামগঞ্জের -জগন্নাথপুর ডিগ্রি কলেজ ও সিলেটের বালাগঞ্জের বালাগঞ্জ ডিগ্রি কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট সরকারি করা হয়। আর সুমানগঞ্জের তাহিরপুরের সরকারিকৃত বাদাঘাট কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ১০ সেপ্টেম্বর ও রাঙ্গামাটির লংগদুর সরকারিকৃত লংগদু সরকারি মডেল কলেজ ২০২০ খ্রিষ্টাব্দে ৩০ জুলাই সরকারি করা হয়েছিলো। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদেরকে নন ক্যাডার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।