‘বিশ্বনাথের মাদানিয়া মাদ্রাসার সামনে রাস্তা করতে দেওয়া হবে না’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ৬:৩৭:১৪ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথের জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার সামনে নতুন কোনো রাস্তা করতে দেওয়া হবেনা বলে সাফ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ তাদের এ অবস্থানের কথা জানায়। মাদ্রাসার মুহতমিম মাওলানা শিব্বির আহমদ তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহল মাদানিয়া মাদ্রাসার সামনের ভূমি দখল করার পায়তাঁরা করে আসছে। কিন্তু মাদ্রাসার কারণে তারা বারবার ব্যর্থ হচ্ছে। সম্প্রতি হঠাৎ দেখা যায় গভীর রাতে মাদ্রাসার সামনে একটি রাস্তার কাজ শুরু করা হয়েছে। পরে মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের তোপের মুখে কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজর আলী মাদ্রাসায় এসে অনেক অনুনয়-বিনয় করে ওখানে রাস্তা করার অনুমতি চান। পরের দিন মুরব্বীরা বসে তাকে সড়ক ও জনপথের সড়কের পাশ দিয়ে রাস্তা করার অনুমতি দেন। কিন্তু মুরব্বীদের কথামত না করে রাস্তার কাজ শুরু করায় আবারও তারা রাস্তার কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।’ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম ছমির, মাদানিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আরকুম আলী, তাজ উদ্দিন, আলহাজ্ব শফিকুর রহমান, দাতা সদস্য মুহিবুর রহমান, মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ী কাওছার আহমদ। বক্তব্যে তারা স্পষ্ট জানান, ‘মাদ্রাসার সামনে সওজের ভূমিতে কোনো রাস্তা করতে দেওয়া হবে না। তবে, সওজের উপস্থিতি সাপেক্ষে মাদ্রাসার স্বার্থ রক্ষা করে কিছু করা হলে তাতে কোনো আপত্তি থাকবে না বলে উল্লেখ করেন তারা।