ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না —-মিজানুর রহমান চৌধুরী মিজান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:১৩:০৩ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে সিলেটে বিএনপিকে শক্তিশালী করতে হবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে জিয়াউর রহমানের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। তৃণমূল নেতাকর্মী যে আস্থা ও প্রত্যাশা নিয়ে কাউন্সিলের মাধ্যমে আমাদের নেতৃত্বে বসিয়েছে; আমরা সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ।
তিনি গতকাল সোমবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. নিজাম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মুহি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমদ, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হুসেইন, যুগ্ম আহবায়ক হিফজুর রহমান মামুন, যুবদল নেতা নুরুল আমিন, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরশাফ চৌধুরী মাসুম, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্যসচিব শংকর দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি