সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন
মনোনয়নপত্র জমা দিয়ে সহযোগিতা ও দোয়া চাইলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:২৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নিকট এসকল প্রার্থীরা মনোনয়ন জমা দেন। মনোয়নপত্র জমা দেয়ার পূর্বে এবং পরে প্রত্যেক প্রার্থী নিজ নিজ এলাকায় মতবিনিময়পত্র সভা করেছেন। পৃথক মতবিনিময় সভায় তারা নিজ নিজ এলাকার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নির্বাচনী কার্যক্রমে সকলের সহযোগিতা ও দুআ কামনা করেন।
নজরুল ইসলাম বাবুল : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল সোমবার তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদসহ পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আব্দুল মান্নান : সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান খান আলহাজ¦ খানবাহাদুর ডক্টর মো. আব্দুল মান্নান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বিকেলে মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন তাঁর নির্বাচন সমর্থনকারী আশিক আহমদ, সৈয়দা ইয়ারুন আক্তার, আলাল মিয়া।
সামছুন নূর তালুকদার : সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সামছুন নূর তালুকদার সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন।
গতকাল সোমবার তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকালে শেখ আব্দুল লতিফ, সৈয়দ শহিদুল ইসলাম, তামিম আহমদ, মকসুদুল হাসান আরিফ, রাজা মিয়া, এনামুল হক তালুকদার, রিপন আহমদ, নাজমিন আক্তারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সৈয়দ তৌফিকুল হাদী : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। গতকাল সোমবার মেন্দিবাগস্থ নির্বাচন কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন- ১নম্বর ওয়ার্ডের মুরব্বী কুতুবুর রহমান চৌধুরী, সৈয়দ সাব্বির আহমদ, মোহাম্মদ সাদিক মিয়া, সৈয়দ তকরিমুল হাদী, নাসিফ চৌধুরীসহ ওয়ার্ডের সমাজিক, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা।
সৈয়দ আনোয়ারুছ সাদাত : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ আনোয়ারুছ সাদাত। গতকাল সোমবার সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় ওয়ার্ডের মুরব্বী, তরুণ যুবকসহ সর্বস্থরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সালমা সুলতানা : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১, ২ ও ৩নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দুপুরে নগরীর উপশহরে সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সমসের জামাল, বিশিষ্ট মুরব্বি আফতাব উদ্দিন, সাজেদা পারভিন, মাধুরী গুন প্রমুখ।
শান্তনু দত্ত শন্তু : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু। গতকাল সোমবার সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসারের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন অশোক শর্মা, রিজভি আহমদ, মাশুক আহমদ সহ ওয়ার্ডের অন্যান্য মুরব্বী ও তরুণ যুবরা।
নজরুল ইসলাম মুনিম : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের সহকারী রিটার্নিং অফিসার তারেক আহমেদের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুল মুহিত জাবেদ : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুল মুমিন, আব্দুর রব, সোহেল আহমদ, সামছুদ্দিন, শাহীন আহমদ প্রমুখ।
দিদার রুবেল : সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদার হোসেন রুবেল সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র দাখিল করছেন। গতকাল সোমবার দুপুরে মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী খালিকুর রহমান, সমর্থনকারী মো. মামুনুর রশীদ, সালাউদ্দিন চৌধুরী সেলিম, হাসিব আহমদ, সহির আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হাবিবুর রহমান : সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার নির্বাচন কমিশনার কার্যালয়ের কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় তারেক আহমদ, কামাল মিয়া, মনশাজ মিয়া, শওকত মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তৌফিক বকস লিপন : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি হাজী হেলাল বকস, বিশিষ্ট মুরব্বী হাজী জুনেদ আহমদ, সমাজসেবী শাহীন আহমদ, মুহিবুর রহমান মহিব প্রমুখ।
এনামুল হক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. এনামুল হক সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র দাখিল করছেন।
গতকাল সোমবার দুপুরে মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী মনসুর মিয়া সুরুজ, সমর্থনকারী ফয়সল মিয়া, আব্দুল ওয়াহিদ, আব্দুল খালিক, তেরা মিয়া।
রমিজ উদ্দিন : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রমিজ উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেলে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সিলেটের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার রায়ের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ধনকান্দি মরহুম হাজী মোঃ শফিকুর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা হাফিজ মাওলানা বদরুল আলম সুনাম, ধনকান্দি গ্রামের মুরব্বী মোঃ গিয়াস উদ্দিন, বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার আলী, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাহিদ আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মোঃ লুৎফুর রহমান, ধনকান্দি মরহুম হাজী মোঃ শফিকুর রহমান স্মৃতি পরিষদের সদস্য ফাহিম আহমদ ও আসাদ আহমদ প্রমুখ।
তজমুল ইসলাম : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নবগঠিত ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন তজমুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বদরুর রহমান বাবর : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় আতাউর রহমান চৌধুরী, আব্দুল হাফিজ, রুহুল আমিন, মো. মাহবুব, নসু মিয়া, মোহাম্মদ ইসমাইল, কিবরিয়া আহমদ, মুহিবুর রহমান শাফি, মোহাম্মদ ইব্রাহিম, রাসেল আহমদ জুম্মান আহমদ, নয়ন আহমদ, রাসেল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো: রিয়াজ মিয়া : সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো: রিয়াজ মিয়া। গতকাল সোমবার মেন্দিবাগস্থ নির্বাচন কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন- ৩৭নম্বর ওয়ার্ডের মুরব্বী সাবেক মেম্বার তারেক আহমদ বাবুল, আতিকুর রহমান, মো. মানিক মিয়া, নুরুল ইসলাম, আঙ্গুর মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।