সিলেট বাণীর ম্যানেজার জালাল উদ্দিনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:২৭:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক সিলেট বাণী অফিসের জেনারেল ম্যানেজার মো. জালাল উদ্দিন আর নেই। গতকাল সোমবার ভোরে নগরীর লালাদিঘীরপাড়স্থ বাসায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল সোমবার বাদ আসর কুয়ারপারস্থ হযরত শাহ্ ইঙ্গুলাল মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোর ৬টা ১০ মিনিটে অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর শোনার পর তাকে একনজর দেখতে দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও পাড়া-প্রতিবেশী তাঁর বাসায় ভিড় করেন। তাঁর গ্রামের বাড়ী জকিগঞ্জের কেছরি গ্রামে। মৃত মো. জহির আহমদের ছেলে অবিবাহিত জালাল উদ্দিন তিন ভাই এক বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। তিনি ১৯৮৫ সাল থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত দৈনিক সিলেট বাণীতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী মাওলানা মাহবুবুর রহমান। জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক সিলেট বাণীর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, দৈনিক সিলেট বাণীর সাব এডিটর শফিক আহমদ, সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, স্টাফ রিপোর্টার কাওসার আহমদ, জাবেদ এমরান, প্রধান ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, দুলাল হোসেন, ফয়সল খাঁন, মো. এনামুল হক, রেজাউর রহমান রেজা, খালেদ আহমদ, কম্পিউটার ইনচার্জ পান্না লাল রায়, দৈনিক জনতার সিলেট ব্যুরো প্রধান কামাল উদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক মুক্ত খবরের সিলেট ব্যুরো প্রধান ফয়সল আলম, সাংবাদিক মাওলানা খলিলুর রহমান, দৈনিক সিলেটের হালচাল পত্রিকার সম্পাদক সুরত আলী, মানবাধিকার কর্মী মো. ইউসূফ সেলু, জিন্দাবাজারের ব্যবসায়ী ফরিদ আহমদ।
শোকপ্রকাশ : জালাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক, নির্বাহী সম্পাদক ও বাণী পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেন রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতি, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা (সার্জারি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও সংগঠন।