এডভোকেট আব্বাছ উদ্দিনের মাতৃবিয়োগ বিশিষ্টজনের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:৩০:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিনের মাতা মোছাম্মত মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বেলা একটায় সিলেট উপশহরের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ পুত্র, ৩ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ রাত সাড়ে ৯ টায় বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার কনিষ্ঠ পুত্র কাওছার আহমদ। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি ও সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট রনজিত সরকার, দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক গোলাম এহিয়া চৌধুরী সুহেল, সাবেক সভাপতি এডভোকেট শামিউল ইসলাম, সিটি কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সিলেট জেলা পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশ ও মো. খসরুল হক, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাংগঠনিক সম্পাদক জালাম আহমদ, হুমায়ুন কবির ও মাসুদ হোসেন খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, সাংবাদিক মাহমুদ হোসেন, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।