যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আজম্বর আলীর ইন্তেকাল এমপি মানিকের শোক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:৩৩:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের অন্তর্গত আনুজানি নিবাসী, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব , আওয়ামী লীগ নেতা আজম্বর আলী গতকাল সোমবার সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছাতক সমিতি সিলেটের আজীবন সদস্য, আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, আনুজানি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক ছিলেন। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।