দিরাই’র রফিনগরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:৪৯:৫১ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : দিরাই’র পল্লীতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে লাইসেন্সধারী বন্দুকের গুলিতে ইউপি সদস্য মামুন মিয়াসহ প্রতিপক্ষের ৬ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ অপর আহতরা হলেন-বায়জিদ মিয়া, আতিকুল্লাহ, হেলিম মিয়া, জাকির হুসেন ও ওমর ফারুক। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার রফিনগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে হেলাল মিয়া ও শওকত আলীর ছেলে আহাম্মদ মিয়ার লোকজনের মাঝে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। লাইসেন্সধারী বন্দুকের গুলিতে আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন, রফিনগর গ্রামের দুই গ্রুপের মাঝে জায়গা সংক্রান্ত বিরোধে মামলা মোকদ্দমা রয়েছে। গত ৩ মে সালিশ বৈঠকে মারামারি ঘটে। এর জের ধরে গতকাল পুনরায় মারামারি হয়েছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।