গোয়াইনঘাটে শিশুদের ঝগড়ার জেরে এক ব্যক্তি নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:৫১:৩১ অপরাহ্ন

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাটে শিশুদের ঝগড়ার জের ধরে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম জিন্দার আলী (৪০)। তিনি তীতকুল্লী হাওরের জয়দর আলীর পুত্র। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের তীতকুল্লী হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার কিছু পূর্বে নিহত জিন্দার আলীর পুত্র ও প্রতিপক্ষ সামছুল ইসলামের পুত্রের মধ্যে গরু চরানো নিয়ে ঝগড়া হয়। ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে এ ঘটনার জের ধরে শামসুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে জিন্দার আলীর লোকজনের উপর হামলা চালিয়ে ৩/৪ জনকে গুরুতর আহত করে। এসময় আহতদের স্বজনরা এসে তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, শিশুদের ঝগড়ার জের ধরে মারামারি হয়েছে, এতে হাসপাতালে নেওয়ার পর জিন্দার আলী নামের একজন নিহত হয়েছেন।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানার নিয়ে আসছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করব এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১ টার দিকে এসআই জাহাঙ্গীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।