জেলা প্রশাসন ও লিডিং ইউনিভার্সিটির যৌথ উদ্যোগ
সিলেটে রিজিওনাল ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কম্পিটিশন’ আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৬:৫৬:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট রিজিওনাল ‘স্মার্ট ভিলেজ আইডিয়া কম্পিটিশন’ আজ মঙ্গলবার সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির দক্ষিণ সুরমার রাগীবনগর ক্যাম্পাসে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ‘স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও লিডিং ইউনিভার্সিটি যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় সিলেটের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০০টি টিমে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন-লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক এবং সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, শিক্ষা ও আইসিটি) এএসএম কাসেমের সার্বিক তত্ত্বাবধানে স্মার্ট ভিলেজ আইডিয়া কম্পিটিশনে সভাপতিত্ব করবেন প্রতিযোগিতার সমন্বয়ক ও লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম এস রহমান পীর।