সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন
মনোনয়নপত্র জমা দিয়ে ভোটারদের দোয়া ও সহযোগিতা চাইলেন প্রার্থীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৫:৪৫:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা সমর্থক ও শুভাকাক্সক্ষীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবারও বিপুল সংখ্যক প্রার্থী স্বত:স্ফূর্তভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা শেষে ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা এবং ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের ভোটাদের সহযোগিতা কামনা করেছেন তারা।
নজরুল ইসলাম বাবুল : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এর হাতে মনোনয়নপত্র দাখিল করছেন। গত সোমবার বিকেল ৩টায় তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, নগরবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে তাঁকে মেয়র পদে নির্বাচিত করেন তাহলে নগরীর ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্লানের মাধ্যমে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবেন তিনি আরো বলেন, জাতীয় পার্টিতে কোন দ্বিধাবিভক্তি নেই। লাঙ্গলের বিজয় নিশ্চিতের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ। কোন ধরনের ষড়যন্ত্র না হলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। মনোনয়নপত্র দাখিলকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ সহ পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. আব্দুল হানিফ কুটু : সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী, সিলেট সরকারি কলেজের সাবেক ভিপি মো. আব্দুল হানিফ কুটু। গতকাল মঙ্গলবার সকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
আব্দুল মান্নান খান : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান খান (আলহাজ¦ খানবাহাদুর ডক্টর মো. আব্দুল মান্নান) মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে নগরীর সকল ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা নিয়ে উন্নয়ন কাজ করা হবে।
সামছুন নূর তালুকদার : ২১ জুন সিলেট সিটি করর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সামছুন নূর তালুকদার সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এর হাতে মনোনয়নপত্র দাখিল করছেন। গত সোমবার বিকেল ৩টায় তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সরকার উন্নয়ন খাতে অনেক অর্থ বরাদ্দ করলেও সঠিক পরিকল্পনা না থাকায় নগরবাসী কোন উন্নয়নের সুবিধা পাচ্ছেন না। নির্বাচিত হলে নগরবাসীর চাহিদা পূরণে কাজ করবো।
বিক্রম কর স¤্রাট : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর বিক্রম কর স¤্রাট মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের সহকারী রিটার্র্নিং অফিসার সাইদুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তৌফিক বকস লিপন : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার দুপুরে মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হেলাল বকস, বিশিষ্ট মুরুব্বি হাজী জুনেদ আহমদ, সমাজসেবী শাহীন আহমদ, মুহিবুর রহমান মহিব প্রমুখ।
জাহাঙ্গীর আলম : সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন জাহাঙ্গীর আলম। গত সোমবার বিকেলে সমর্থক, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি এলাকাবাসীর দোয়া কামনা করেন।
মুফতি আহমাদুল হক উমামা : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা হাফিজ মাওলানা মুফতি আহমাদুল হক উমামা। ২৩ মে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রার্থীর পিতা আলহাজ্ব মাওলানা এনামুল হক, আম্বরখানা মজুমদারী এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব জালাল উদ্দীন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা নোমান সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাব্বির খাঁন : সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাব্বির খান মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় সুফিয়া খাতুন, কয়েছ আহমদ, মনজু, দবির খান, আশরাফ, জুনায়েদ আহমদ শিবলী, ওয়াজেদ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুদীপ দেব : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুদীপ দেব মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিলের সময় মুফতি আনিসুর রহমান তিতাস, বিকাশ ঘোষ, নিপু, ভালুন, বিধান, আব্দুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাইদুর রহমান : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মো. ছাইদুর রহমান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী আমিনুর রহমান পিন্টু, সমর্থনকারী রহিম বক্র আলম, আতাউর রহমান রজব, ফরহাদ আহমদ, সিরাজুল ইসলাম ফটিক আব্দুর রহমান, আব্দুর রব প্রমুখ।
আব্দুর রাকিব বাবলু : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রাকিব বাবলু মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় ছালাই বক্স, হাজী মো. রহিম উদ্দিন, হাজী মো. ছিদ্দিকুর রহমান, ফরহাদ আহমদ, আকবর, রুকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশরাফ খান : ১৬নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২১ মে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আমিরুল ইসলাম খান, আয়াতুল ইসলাম খান, আসআাদ আহমদ, আকরাম খান ঈশা, মাসুক মিয়া প্রমুখ।
রাসেদ আহমদ : সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর রাসেদ আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী কামাল আহমদ কামরান, আবুল হাছান নজু, মখলিছুর রহমান বাবলু, সজল চৌধুরী প্রমুখ।
দিলওয়ার হোসাইন সজিব : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজিব মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের সহকারী রিটার্র্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাজুওয়ান আহমদ : সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সাজুওয়ান আহমদ। গত ২১ মে নির্বাচন কমিশনার কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার সিলেট সদর ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সালেক আহমদ, অলিউর রহমান অলি, নাঈমুর রহমান শাহান, রুম্মান ভুঁইয়া, মিনহাজ চৌধুরী, নিয়ামুল হক শিমুল, আলমগীর আহমদ প্রমুখ।
মাহমুদা নাজিম রুবী : সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ৭ নম্বর (১৯, ২০ ও ২১) ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবী ও শিক্ষানুরাগী মাহমুদা নাজিম রুবী মনোনয়ন জমা দিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সমর্থক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন, ২১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মঈন, সমাজসেবী লুৎফুর রহমান চৌধুরী কলি, নাজিম উদ্দীন খান, বাংলাদেশ বেতারের ঘোষিকা নাজনীন আশা, ২১নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জান্নাতুন নাসরিন উর্মি, সমাজসেবী নওশীন আভা ও রোকসানা বেগম প্রমুখ।
মিঠু তালুকদার : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদার সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন।
গতকাল মঙ্গলবার মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী আব্দুল কাদের, সমর্থনকারী রবিউল, দেবাংশু দাশ মিঠু, হিমাদ্রী কর পুরকায়স্থ, সিরাজুল ইসলাম, মঞ্জু সরকার, বাপ্পি মল্লিক, টিটু মল্লিক, সুমন আহমদ, সৌরভ দাস, জন্টু সেন, মিন্টু দেবনাথ, পান্ডব দেব, প্রান্ত দেব, নিরঞ্জন দে প্রমুখ।
দিদার রুবেল : সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দিদার হোসেন রুবেল সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র দাখিল করছেন। গত সোমবার দুপুরে মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী খালিকুর রহমান, সমর্থনকারী মো. মামুনুর রশীদ, সালাউদ্দিন চৌধুরী সেলিম, হাসিব আহমদ, সহির আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
হাবিবুর রহমান : সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার নির্বাচন কমিশনার কার্যালয়ের কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় তারেক আহমদ, কামাল মিয়া, মনশাজ মিয়া, শওকত মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনামুল হক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. এনামুল হক সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র দাখিল করছেন।
গত সোমবার দুপুরে মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন প্রস্তাবকারী মনসুর মিয়া সুরুজ, সমর্থনকারী ফয়সল মিয়া, আব্দুল ওয়াহিদ, আব্দুল খালিক, তেরা মিয়া।
রমিজ উদ্দিন : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রমিজ উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেলে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সিলেটের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার রায়ের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ধনকান্দি মরহুম হাজী মোঃ শফিকুর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা হাফিজ মাওলানা বদরুল আলম সুনাম, ধনকান্দি গ্রামের মুরুব্বি মোঃ গিয়াস উদ্দিন, বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মোরারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার আলী, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাহিদ আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মোঃ লুৎফুর রহমান, ধনকান্দি মরহুম হাজী মোঃ শফিকুর রহমান স্মৃতি পরিষদের সদস্য ফাহিম আহমদ ও আসাদ আহমদ প্রমুখ।
তজমুল ইসলাম : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নবগঠিত ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন তজমুল ইসলাম। গত সোমবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বদরুর রহমান বাবর : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ের কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় আতাউর রহমান চৌধুরী, আব্দুল হাফিজ, রুহুল আমিন, মো. মাহবুব, নসু মিয়া, মোহাম্মদ ইসমাইল, কিবরিয়া আহমদ, মুহিবুর রহমান শাফি, মোহাম্মদ ইব্রাহিম, রাসেল আহমদ জুম্মান আহমদ, নয়ন আহমদ, রাসেল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো: রিয়াজ মিয়া : সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো: রিয়াজ মিয়া। গত সোমবার মেন্দিবাগস্থ নির্বাচন কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন- ৩৭ নম্বর ওয়ার্ডের মুরব্বী সাবেক মেম্বার তারেক আহমদ বাবুল, আতিকুর রহমান, মো. মানিক মিয়া, নুরুল ইসলাম, আঙ্গুর মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মতিউর রহমান : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মতিউর রহমান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন। গতকাল মঙ্গলবার মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন শফিক আহমদ, ফারুক মিয়া, আতাউর রহমান, রুবেল, সাহাব উদ্দিন সাবুল প্রমুখ।