৩১ মে আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির নাগরিক স্মরণসভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৫:৫৭:১৬ অপরাহ্ন
২৩ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠিত
আগামী ৩১ মে বুধবার বিকেল ৫টায় সিলেট নগরীর দরগাহ গেইস্থ শহীদ সোলেমান হলে বাংলাদেশের আলেম সমাজের অন্যতম অভিভাবক শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি (রহ.) -এর জীবন ও কর্ম শীর্ষক নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বাদ এশা নগরীর শাহী ঈদগাহ এলাকার সৈয়দপুর হাউসে দরগাহ মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সৈয়দপুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি সৈয়দ সয়েফ আহমদ সলফু, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা ক্বারি মুখতার আহমদ, বিশিষ্ট লেখক
ওগল্পকার সেলিম আউয়াল, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম,জামিআ সিদ্দিকিয়া সিলেটের পরিচালক মুফতি মনসুর আহমদ, বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম আজাদ চৌধুরী মুকুল, সিলেট ক্যাবল সিস্টেম-এসসিএসের ডাইরেক্টর মাসরূফ আহমদ মাশুক, টিলাগড় শাহ মদনী মসজিদের খতিব হাফিজ মাওলানা আফতাবুজ্জামান হেলাল, সিলেট মহানগর তাঁতীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ সৈয়দ জসিম আহমদ, জামিআ সিদ্দিকিয়ার উপপরিচালক রেজাউল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ সৈয়দ তসলিম আহমদ, সিলেট উইমেন্স মডেল কলেজের প্রভাষক হেলাল হামাম, সৈয়দপুর যুব পরিষদের সাবেক সমন্বয়ক সৈয়দ আলমগীর আহমদ, প্রচ্ছদশিল্পী নাওয়াজ মারজান, সৈয়দ হাম্মাদ আহমদ, প্রগতিশীল পাঠকসংঘ শৈলীর সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদ ও মঈনুর রহমান আকিব।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩১ মে বুধবার শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি (রহ.) -এর জীবন ও কর্ম শীর্ষক নাগরিক স্মরণসভা বাস্তবায়নের লক্ষ্যে সৈয়দ মবনুকে আহ্বায়ক, কাউন্সিলর রেজওয়ান আহমদকে সদস্যসচিব, ড. সৈয়দ রেজওয়ান আহমদকে যুগ্ম সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে ২৩ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠিত হয়। সভায় নাগরিক স্মরণসভা সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।