ফেসবুক একাউন্ট হ্যাক করে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৫:৫৮:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত সোমবার রাজধানী ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোশাররফ হোসেন আকিল (২০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সাহায্যে ডিএমপির ডেমরা থানা-পুলিশের সহায়তায় মোশাররফ হোসেন আকিলকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো। মোশাররফ হোসেন বিভিন্ন হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।