জগন্নাথপুর উপজেলা উপনির্বাচন
নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে —– নূরুল হুদা মুকুট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:০১:০৫ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ‘জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলামের নৌকার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। নুরুল ইসলাম একজন ভালো মানুষ হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্য। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় জনগণ বিষয়টি অনুধাবন করতে পেরেছেন।’
গতকাল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট একথা বলেন।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমেদ, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম। বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন ধর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, আগামীতে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের নেয়া হবে। যাদের কেন্দ্রে নৌকা প্রতীক বিজয়ী হবে তাদের মূল্যায়ন করা হবে।