ওসমানীনগরে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:০৩:১০ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে অজ্ঞাত এক বৃদ্ধ মহিলার (৬৫) লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের বরায়া চানপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ধান ক্ষেতের আইলের উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, উপজেলার তাজপুর এলাকার বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ মহিলা ঘুরাফেরা করতেন। পুলিশের ধারণা বজ্রপাতে মহিলার মৃত্যু হতে পারে।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমীন বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।