গোয়াইনঘাটে নিহত জিন্দার আলী’র দাফন সম্পন্ন ॥ মামলা দায়ের : আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:০৫:৩৮ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাটে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত জিন্দার আলী’র (৪০) দাফন গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডে জড়িত একজনকে আটক করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২১।
এদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে জিন্দার আলীর লাশ দাফন করা হয়েছে। অপরদিকে, গোয়াইনঘাট থানাপুলিশ অভিযান চালিয়ে রাশেদা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যার দিকে জিন্দার আলীর ছেলে ও প্রতিপক্ষ সামছুল ইসলামের ছেলের মধ্যে গরু চড়ানো নিয়ে কথা কাটাকাটি এবং ঝগড়া হয়। বিষয়টি জানতে পারে উভয়পক্ষের অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে ওই ঘটনার জের ধরে শামসুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জিন্দার আলী ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে জিন্দার আলীসহ তার পক্ষের আরও কয়েকজন আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিন্দার আলীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর ব্যক্তিরা হলেন জিন্দার আলীর ছোট ভাই শাহীনুর ও তার স্ত্রী রোমানা বেগম, ভাতিজা শাহপরান এবং আজিম উদ্দিন। আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে আছেন।
গোয়াইনঘাট থানার ওসি কে. এম. নজরুল জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে তাদের আটক করতে আমরা কাজ করে যাচ্ছি। এ ঘটনায় একজনকে আটক করেছি।