এমইউ’তে ভর্তি হলেন ক্রিকেটার জাকির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:০৬:২৭ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে (এমইউ) স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার জাকির হাসান। গত সোমবার ব্যবসায় প্রশাসন বিভাগের ৫৯তম ব্যাচে ভর্তি হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক।
ক্রিকেটার জাকির বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এইচএসসি পাশ করেন। এরপর ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ক্রিকেটার জাকির হাসানকে অভিন্দন জানিয়ে উপাচার্য জহিরুল বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি, আমাদের শিক্ষার্থীরা জাতীয় ক্রিকেট দলে চান্স পাওয়ায় আমি খুবই আনন্দিত।
আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুগল, অ্যামাজন ও নিউইয়র্ক স্টক এক্সেচেঞ্জসহ দেশের প্রশাসন ও বিচারবিভাগের বিভিন্ন পর্যায়ে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন এনজিও, দাতা সংস্থা ও বেসরকারি খাতে চাকুরি করছেন। কেউ কেউ শীর্ষ উদ্যোক্তাও হচ্ছেন। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে শিক্ষার আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়।’