ভোক্তা অধিকার ও বিএসটিআই’র অভিযানে গোলাপগঞ্জ ও নবীগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:১১:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জ ও নবীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই’র পৃথক অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোলাপগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া,নবীগঞ্জে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোলাপগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গত সোমবার দুপুরে পৌর সদরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট’র সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এর আগে ১৭ মে ‘গোলাপগঞ্জে নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম হিসেবে গোলাপগঞ্জ চৌমুহনী বাজার ও ঢাকাদক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অভিযোগে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, নবীগঞ্জে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত মামলায় গতকাল মঙ্গলবার এ জরিমানা করা হয়।
বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস থেকে জানানো হয়, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর উপায়ে পণ্য উৎপাদন ও মানহীন ফুড কালার ব্যবহারের অপরাধে ইনাতগঞ্জ পূর্ব বাজারের রিসাদ এন্ড রনি ফুডসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, মেয়াদোত্তীর্ণ পণ্য (হানিকম্ব বিস্কুট) বাজারজাত করার অপরাধে ইনাতগঞ্জ বাজারের মেসার্স ঝুমন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকান পরিদর্শনে ওজন যন্ত্রের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করে এবং অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করে দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ উন্নয়ন ও সিএম সনদ গ্রহণের তাগিদ দেয়া হয়। অভিযানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা মাসুদ রানা, ফিল্ড অফিসার (সিএম) মো. আল-আমিন।