শায়েস্তাগঞ্জ ট্রাক চালকের ছুরিকাঘাতে হেলপার হাসপাতালে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:১৪:২১ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব-সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজে চালকের ছুরিকাঘাতে একই ট্রাকের হেলপার আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। আহত হেলপারের নাম ফাহিম মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে উত্তেজিত হয়ে হেলপারকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একই ট্রাকের চালক। এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-৩৬১৭) নতুন ব্রিজ এসে থামার পর চালক আবুল কালামের সাথে একই গাড়ির হেলপার ফাহিম মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চালক কালাম ধারালো অস্ত্র নিয়ে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। গুরুতর আহত অবস্থায় হেলপার ফাহিমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।