ধর্মপাশায় বজ্রপাতে যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:১৬:০৯ অপরাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অমর (১৮) বাদে হরিপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে।
পারিবারিক ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, অমর গতকাল মঙ্গলবার ভোররাতে মাছ ধরতে গেলে বাড়ির সামনে যাওয়া মাত্রই ঝড়ের কবলে পড়ে আর বজ্রপাতের আঘাতে তাঁর মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।