বানিয়াচংয়ে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩, ৬:১৬:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত যুবক মঈনুল ইসলাম (২২) মারা গেছেন। মঈনুল টুপিয়াজুরী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঈনুল একটি ফুটবল তার আপন চাচাতো ভাই তাজুল ইসলামের ছেলে জুলহাসের ঘরে রাখেন। সোমবার বিকেলে মঈনুল জুলহাসের ঘর থেকে বলটি আনতে যান। এ নিয়ে মঈনুল ও জুলহাসের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন।
আহত অবস্থায় নুরুল ইসলাম ও শাহেনা খাতুনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বুকে টেঁটাবিদ্ধ অবস্থায় মইনুল ইসলামকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।