মির্জা ফখরুলের সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ৫:১০:০৬ অপরাহ্ন
করোনায় আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল বুধবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সিলেট মহানগরের ৪২টি ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, অসুস্থ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ছাড়াও মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর
এর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোর্শেদ আহমদ মুকুল, আবুল কালাম, মহানগর সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, সাবেক সহ-সমাজসেবা সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মানিক মিয়া, মহানগর যুবদল সভাপতি নেওয়াজ বখত চৌধুরী তারেক, ওয়ার্ড বিএনপি সভাপতির মধ্যে থেকে লুৎফুর রহমান চৌধুরী, মিজান আহমদ, রহিম মল্লিক, তারেক আহমদ খান, লুৎফুর রহমান মোহন, আব্দুল ওয়াদুদ মিলন, মোঃ বাচ্চু মিয়া, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, ওয়ার্ড সাধারণ সম্পাদকের মধ্যে থেকে মামুন ইবনে রাজ্জাক রাসেল, রফিকুল ইসলাম রফিক, জমজম বাদশা, আলমগীর হোসেন, এস.এম সায়েম, সুলতান আহমদ, মহানগর বিএনপির সাবেক পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, সাবেক সহ-অর্থ সম্পাদক শেখ মোঃ ইলিয়াস আলী, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকদের মধ্যে থেকে আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, মুহিবুর রহমান, সুজন আহমদ, মতিউর রহমান শিমুল, এবি মজুমদার রনি, নুরুল ইসলাম লিমন, আকবর হোসেন কায়সার, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তানভির আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি