মেয়র ও কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র দাখিল করলেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ৫:২৪:৩৯ অপরাহ্ন
আজ মনোনয়নপত্র বাছাই
স্টাফ রিপোর্টার : আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৫ মে মনোনয়ন ফরম বাছাই ও ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২ জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। এবার সিলেট সিটি করপোরেশন-এর আয়তন বৃদ্ধি পাওয়ায় সাধারণ ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪২টিতে উন্নীত হয়েছে। গত নির্বাচনে এই সংখ্যা ছিলো ২৭টি। অনুরূপ সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড সংখ্যা ৯টি থেকে ১৪টিতে উন্নীত হয়েছে। এবার মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন।
এবারের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ২৩ মে। ওইদিন ও এর আগে মেয়র পদে মোট ১১জন এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে ৩শ’ ৭৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়পত্র জমা দিলেন যারা
সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মো: নজরুল ইসলাম, মো: আব্দুল হানিফ কুটু, মাহমুদুল হাসান, মো: আনোয়ারুজ্জামান চৌধুরী, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো: জহিরুল আলম, মো: ছালাহ উদ্দিন রিমন, মো: শাহ জাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র জমা দিলেন
১নং ওয়ার্ড : সালমা সুলতানা ও আছিয়া বেগম।
২নং ওয়ার্ড : কুলসুমা বেগম পপি, রুনা বেগম, জোসনা আহমদ, তাহমিনা রহমান রোবা, জুমানা আক্তার জুঁই।
৩নং ওয়ার্ড : মোছা: রেবেকা বেগম, রোবি বেগম, নেহারুন বেগম, শ্যামলী সরকার, মুসলিমা নাজনিন হাসান, নাছরিন আহমেদ নূপুর, রুকসানা খানম।
৪নং ওয়ার্ড : রুপিয়া খানম, এডভোকেট জোহরা জেসমিন, উম্মে সালমা, মোছা: রুহেনা খানম মুক্তা, মাসুদা সুলতানা, তাহমিনা বেগম, রুবি বেগম, সালমা বেগম, সুনিয়া আক্তার সূচনা।
৫নং ওয়ার্ড : দীবা রানী দে, জয়শ্রী দাস জয়া, আয়শা বেগম, শাহানা বেগম শানু।
৬নং ওয়ার্ড : মোছা: কামরুন নাহার চৌধুরী, শাহানারা বেগম।
৭নং ওয়ার্ড : নার্গিস সুলতানা, ডায়না বেগম (সুমাইয়া), নাজনীন আকতার কনা, মোছা: মাহমুদা নাজিম রুবি।
৮নং ওয়ার্ড : সালেহা কবীর সেপী, শারমিন আক্তার রুমি, মোছাম্মৎ হেনা বেগম, মিসেস রেবেকা আক্তার লাকী, মিনা বেগম।
৯নং ওয়ার্ড : মোছা: নাজমা বেগম, শিউলি আক্তার, ছামিরুন নেছা, আছমা বেগম, সাদিয়া শারমিন সুমি।
১০নং ওয়ার্ড : মোছা: হাছিনা বেগম, মোছা: রুমা আক্তার, আয়েশা খাতুন কলি, মোছা: হোছনেআরা বেগম, মোছা: রুমা আক্তার (রতœা), অর্পনা রানী ঘোষ, মোছা: জুলেখা বেগম, মাহমুদা ইসলাম চৌধুরী, তাহমিনা সুলতানা।
১১নং ওয়ার্ড : সাজেদা বেগম, খেলা রাণী নাথ, ফাতেমা বেগম সাথী, রাহেলা বেগম, মোছা: রোপসানা আক্তার রোভা, মোছা: রুকসানা বেগম, পারবিন বেগম, মোছা: আমিনা বেগম, মারজানা তাহরীন খালিক।
১২নং ওয়ার্ড : ছালেহা বেগম, আছমা আক্তার পারভীন, মোছা: হাজেরা বেগম, নাজমা আক্তার, ফাতেমা আক্তার পারুল, রুমি আহমদ, শিরিন আক্তার, মোছা: সেলিনা আক্তার, লিপি বেগম।
১৩নং ওয়ার্ড : ফাতেমা বেগম, মোছা: নেখবুল বেগম, মোছা: রেজিয়া বেগম, ডলি বেগম, মাহমুদা আক্তার রীনা, লাভলী বেগম, খালেদা আক্তার শাপলা, মোছা: শিউলী পারভীন, কুলসুমা বেগম তাহমিনা, মোছা: শোভা আক্তার, রেসমা বেগম, জলি পুরকায়স্থ, শেখ তাসলিমা আলী।
১৪নং ওয়ার্ড : জাহানারা আক্তার, সুবিনা বেগম সুবনা, বাবলী আক্তার, মোছা: নুরজাহান বেগম, মোছা: লিলি বেগম, মোছা: সাহেদা খাতুন রেজি।
সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন যারা
১নং ওয়ার্ড : মুফতি কমর উদ্দিন, সৈয়দ আনোয়ারুছ সাদাত, সৈয়দ তৌফিকুল হাদী, সলমান আহমদ চৌধুরী।
২নং ওয়ার্ড : মো: রাজিক মিয়া ও বিক্রয় কর স¤্রাট।
৩নং ওয়ার্ড : বদরুল ইসলাম লস্কর, এস. এম. আবজাদ হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, আবুল কালাম আজাদ (লায়েক)।
৪নং ওয়ার্ড : আহমদুল হক, আলম খান মুক্তি, আব্দুল করিম চৌধুরী, শেখ তোফায়েল আহমদ সেপুল।
৫নং ওয়ার্ড : খালেদ আকবর চৌধুরী, মো: কামাল মিয়া, রেজওয়ান আহমদ, মোহাম্মদ নাজমুল হোসাইন, শেখ মো: সাহেদ সিরাজ, মো: রিমাদ আহমদ রুবেল, আমিনুর রহমান।
৬নং ওয়ার্ড : মো: শাহিন মিয়া, সৈয়দ আতিকুর রব চৌধুরী, মাজহারুল ইসলাম, ফরহাদ চৌধুরী, মাহমুদ আহমদ।
৭নং ওয়ার্ড : আফতাব হোসেন খাঁন, সায়ীদ মো: আবদুল্লাহ, মো: জাহিদ খান (সায়েক), আলম হোসেন আলম।
৮নং ওয়ার্ড : মো: ইলিয়াছুর রহমান, সুমন ইসলাম, মো: হাবিবুর রহমান আবির, ফয়জুল হক, মোহাম্মদ রানা আহমেদ, সাব্বির খান, বিদ্যুৎ দাস, জগদীশ দাশ, সুদীপ রঞ্জন দেব।
৯নং ওয়ার্ড : মো: বাবলু খাঁন ও হাজি মো: মখলিছুর রহমান কামরান।
১০নং ওয়ার্ড : মো: মোস্তফা কামাল, মো: তারেক উদ্দিন, গোলাম কিবরিয়া মাসুক, মো: আব্দুল হাকীম, আফতাব, মোহাম্মদ ছাইদুর রহমান।
১১নং ওয়ার্ড : রকিবুল ইসলাম ঝলক, আব্দুল রহিম (মতচ্ছির), মীর্জা এম.এস হোসেন, আব্দুর রকিব বাবলু।
১২নং ওয়ার্ড : মো: সিকন্দর আলী ও মোহাম্মদ আব্দুল কাদির।
১৩নং ওয়ার্ড : শাহাদত হোসেন লোলন, শান্তনু দত্ত, মো: নুরুল ইসলাম, সুমন আহমদ, বিশ্বজিৎ দাস।
১৪নং ওয়ার্ড : মোস্তাফিজুর রহমান, মো: নজরুল ইসলাম মুনিম, তপু গনি, মাহবুবুর রহমান জনি।
১৫নং ওয়ার্ড : মো: ছয়ফুল আমিন (বাকের), আনোয়ার হোসেন জাহেদ, কায়ছার হাসান শিমন এডভোকেট, মো: মুজিবুর রহমান, মো: আব্দুল গাফফার, মো: আবু তামিম।
১৬নং ওয়ার্ড : মোহাম্মদ ফয়জুল হাসান, আশরাফ খান, আব্দুল মুহিত জাবেদ, মো: কামরুল হোসেন, তামিম আহমদ খাঁন, তমাল রহমান, জামাল আহমদ।
১৭নং ওয়ার্ড : মীর জসিম উদ্দিন, রাশেদ আহমদ, মো: দিলওয়ার হোসাইন সজীব।
১৮নং ওয়ার্ড : মো: সালমান চৌধুরী, এ.বি.এম. জিল্লুর রহমান, মো: নজমুল ইসলাম এহিয়া, মাহবুব খাঁন (মাসুম), মো: শামছুর রহমান কামাল, মো: সাজুওয়ান আহমদ, মো: বেলাল আহমদ।
১৯নং ওয়ার্ড : এসএম শওকত আমীন তৌহিদ, রুমেল আহমদ।
২০নং ওয়ার্ড : শুভ্র চক্রবর্ত্তী, মিঠু তালুকদার, বিহিতগুপ্ত চৌধুরী বাবলা, মো: আজাদুর রহমান।
২১নং ওয়ার্ড : মো: আব্দুল রকিব তুহিন, মো: আসাদ বখ্ত জুয়েল, মো: সাহেদুর রহমান, গোলাম রহমান চৌধুরী।
২২নং ওয়ার্ড : ছালেহ আহমদ সেলিম, মোহাম্মদ আবু জাফর, শোয়াইবুর রহমান শোয়াইব, মো: ফজলে রাব্বী চৌধুরী, মোহাম্মদ দিদার হোসেন, মো: বদরুল আজাদ রানা, মো: ইব্রাহীম খাঁন সাদেক।
২৩নং ওয়ার্ড : মোস্তাক আহমদ, মামুনুর রহমান মামুন, শেখ সুহেল আহমদ কবির, সোয়েব আহমদ শিপলু, তারেক আহমদ।
২৪নং ওয়ার্ড : হুমায়ুন কবীর সুহিন, হাবিবুর রহমান, আব্দুস শহীদ লস্কর, সোহেল আহমদ রিপন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আবুল কাশেম (খায়ের)।
২৫নং ওয়ার্ড : মো: মোফজ্জুল হোসেন, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, তাকবির ইসলাম পিন্টু, মো: সাহাব উদ্দিন (সিহাব), আশিক আহমদ।
২৬নং ওয়ার্ড : মোহাম্মদ তৌফিক বক্স, মো: সেলিম আহমদ রনি, মো: শাহেদ আহমদ, মামুনুর রশিদ।
২৭নং ওয়ার্ড : আব্দুল জলিল নজরুল, মো: আজম খান, সুজিত কুমার গোপ, শাহীন আহমদ, জালাল উদ্দীন আহমদ, মঈন উদ্দিন, বিপ্লব কান্তি দে মাধব।
২৮নং ওয়ার্ড : মো: আব্বাছ আলী, মো: সোহেল রানা, মো: এমদাদ হোসেন, মো: ফখরুল ইসলাম, শিব্বির আহমদ, ইমতিয়াজ আহমদ জগলু, মো: রায়হান হোসেন, আশিকুর রহমান আশিক, এম এম মিনহাজ মাহমুদ।
২৯নং ওয়ার্ড : মো: লাহিনুর রহমান (লাহিন), মো: আতাউর রহমান, মো: মাজহারুল ইসলাম শাকিল, মো: জাভেদ আহমদ (জীবন), মো: রেজাউল ইসলাম, মো: ইসমাইল হোসেন মুরাদ, মো: রাজীব আহসান, মো: পংকি মিয়া, মোহাম্মদ গোলাম মোস্তফা কামাল, মোহাম্মদ শাহেদ খান (স্বপন)।
৩০নং ওয়ার্ড : মো: রাজু মিয়া, আতাউর রহমান, মো: জামাল উদ্দিন, প্রমথ দাস, মো: আব্দুল মান্নান, আজাদ মিয়া, শাহ ইকবাল হোসেন, মো: মকসুদ আহমদ, মো: আলী আছকর, আব্দুল গফফার, মো: সেলিম আহমদ উরফে জাবেদ আমিন সেলিম, মো: ফজলুল করিম, মো: জাকির হোসেন, নুরুল ইসলাম মাছুম, মো: রকিব খাঁন, মো: রেজাউল করিম সুমন, মো: এনামুল হক, মো: লয়লু মিয়া, মো: সানর মিয়া।
৩১নং ওয়ার্ড : রাজিব আহমদ, মো: আব্দুল আহাদ, ইলিয়াছ মিয়া, মো: আব্দুল মুকিত, মো: দেলোয়ার হোসেন, ইউনুছ আহমদ, নজমুল হোসেন, শফিকুর রহমান।
৩২নং ওয়ার্ড : মোহাম্মদ কাবুল আহমেদ, মো: আব্দুল হান্নান, সৈয়দ ফরহাদ হোসেন, মোহাম্মদ মোতাহার হোসেন, মো: দুলাল আহমদ, মতিউর রহমান রিপন, মো: হেদায়েত হোসেন তানবীর, মো: আফছর আহমদ, মো: রুহেল আহমদ, স্বপন আহমদ রুমন।
৩৩নং ওয়ার্ড : মো: ফখরুল ইসলাম (দুলু), মো: গৌছ উদ্দিন, দেলোয়ার হোসেন, মো: সেলিম আহমদ, মো: শামীম আহমদ মিন্টু, ইকবাল হোসেন শামীম, মো: রমিজ উদ্দিন, মো: হুমায়ুন কবির চৌধুরী, মো: আব্দুছ ছুবুর চৌধুরী, মো: মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ বাহার উদ্দিন, আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, মঞ্জুর রহমান, ইন্দ্রজিত বিশ্বাস, শাহজাহান আহমদ খাদিম, মো: আব্দুল আহাদ, হিমেল আহমদ।
৩৪নং ওয়ার্ড : মো: আমিনুর রহমান, সোলেমান আহমদ, মাও. মো: রফিকুল ইসলাম, মো: শামীম আহম্মদ, এনামুল কবীর চৌধুরী, মো: আবু বকর লিলু, মো: জয়নাল আবেদীন, পারভেজ আহমদ, আনোয়ার হোসেন আনু, সুহেল আহমদ, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, মো: আলী আক্তার চৌধুরী, কাজি মো: রুনু মিয়া মইন, মো: জয়নাল আবেদীন জুয়েল, মো: হাবিবুর রহমান পংকি, মো: রকিবুজ্জামান, মো: রমজান আলী।
৩৫নং ওয়ার্ড : মনজুর আহমদ মনজু, সৈয়দ আহমদ আলী, জাহাঙ্গীর আলম
৩৬নং ওয়ার্ড : মো: রাজা মিয়া, বদরুর রহমান (বাবর), এ.এইচ.এম. জহিরুল হক, হিরন মাহমুদ নিপু, সৈয়দ জয়নাল আবেদীন আহমদ, তজমুল ইসলাম, এস.এম আলী হোসেন।
৩৭নং ওয়ার্ড : শেখ লোকমান মিয়া, মো: দিলোয়ার হোসেন জয়, মো: শায়খুল ইসলাম, মো: নজরুল ইসলাম নজু, মো: কবির আলম, মো: রিয়াজ মিয়া, মো: আব্দুর রাজ্জাক ডালীম, আলী হোসেন, রফিকুল ইসলাম, বিপ্লব চক্রবর্তী, মোয়াজ বিন আজহার, মো: পারভেজ আহমদ, বিজিত লাল দাস।
৩৮নং ওয়ার্ড : মো: গিয়াস উদ্দিন, আক্তার হোসেন, মো: কামরুল হাসান নূর, মো: আল আমিন, বেলাল আহমদ, মো: জাকারিয়া, মো: হেলাল উদ্দিন, উসমান হারুন পনির, মো: আজিজুর রহমান।
৩৯নং ওয়ার্ড: রেজাউল রহমান মোস্তাক, মো: শাহাব উদ্দীন লাল, ফজলুল করিম (ফুল মিয়া), মো: আব্দুর রহমান খোরাসানী, আমির উদ্দিন আহমদ, আলতাফ হোসেন সুমন, মাসুম আহমদ।
৪০নং ওয়ার্ড : হাজী আব্দুল শহীদ, এস.এম জুলফিকার আলী, সামরান সাবের, মো: আব্দুল হাছিব, রাজ কুমার পাল রাজু, কামাল আহমদ কাবুল, তারেক আহমদ, লিটন আহমদ।
৪১নং ওয়ার্ড : মনজুর আহমদ, মোহাম্মদ রাজ্জিক, মো: খসরুজ্জামান, নাজির আহমদ স্বপন, মো: আল-আমিন, মো: রফিকুল ইসলাম রফু, মো: জিয়াউর রহমান, শাহীন আহমদ, দিবাকর দেবনাথ, ফখরুল আলম, মোহাম্মদ আক্তার হোসেন।
৪২নং ওয়ার্ড : মাওলানা আব্দুল হাফিজ খান, মো: আব্দুল কাদির ছাদেক, মো: মনছুরুল আরিফিন শিকদার (সুমন) রিহাদ আহমদ, মো: সাইফুল আলম, নজরুল ইসলাম কামাল, মতিউর রহমান, মো: আলতাফুর রহমান, মো: বদরুল আলম, আবুল কালাম মনছুর।