সিলেটে কাজী নজরুলের ১২৪ তম জন্মজয়ন্তী পালন
মানবতার বাণীতে আজো নজরুল সমুজ্জ্বল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৬:৫৪:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো সিলেটেও কবিতা গান কথামালাসহ নানা অনুষ্ঠানে পালন করা হলো বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী। পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গল্প, কবিতা, উপন্যাস কিংবা সঙ্গীত-সাহিত্য ও শিল্পের সব শাখায় নজরুলের আগমন ছিল ধূমকেতুর মতো। আপন সৃষ্টির আলোয় নতুন দিনের আগমনী বার্তা দিয়ে এঁকে দিয়েছিলেন নবদিগন্তের উজ্জ্বল রেখা। শিল্প-সাহিত্যের নানা শাখায় আজো তিনি ‘উন্নত মম শীর’। বক্তারা বলেন নিপীড়িতের শোষণ-বঞ্চনা থেকে মুক্তি কিংবা প্রেম ও মানবতার বাণীতে আজো তিনি সমুজ্জ্বল। আমাদের প্রাত্যহিক জীবনে নজরুলের প্রয়োজন কখনো ফুরাবার নয়। তাই এখনো নজরুল প্রাসঙ্গিক।
সিলেট শিল্পকলা একাডেমি : কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে কবির গান, কবিতা ও গানের সঙ্গে নৃত্যের সমন্বয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান ‘চির উন্নত মম শির’। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, ললিতকলা একাডেমি; চারুবাক; ছন্দনৃত্যালয় ও নৃত্যরথ, সিলেট দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। একক পরিবেশনায় ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী বিজন রায় ও শতরূপা ভট্টাচার্য্য। পরিবেশিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিচালনায় ছিলেন জ্যোতি ভট্টাচার্য্য, বিপ্রদাস ভট্টাচার্য্য, অরুণ কান্তি তালুকদার, বিপুল শর্মা, প্রতিভা রায় কেয়া ও পপি দাস।
মুসলিম সাহিত্য সংসদ : বিশিষ্ট কবি, কালাম আজাদ বলেছেন, কাজী নজরুল ইসলাম বিশ্ব স্বীকৃত একজন প্রতিভা। নজরুলই প্রথম মুসলিম কবি যিনি সাহিত্যে মুসলমানদের অস্তিত্বের জানান দিয়েছেন। তিনি বলেন, আমরা কেউই নজরুল হতে পারবনা। কিন্তু সবাই মিলে একজন নজরুল হতে পারি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে নিবেদিত কবিতাপাঠ, আলোচনা সভা ও ১১৫২তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় আসরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কার্যকরী সদস্য জাহেদুর রহমান চৌধুরী। লেখাপাঠের উপর আলোচনা করেন কবি হুসাইন ফাহিম।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন শাহ আলমগীর, আতাউর রহমান বঙ্গী, গাজী দেওয়ান আব্দুস কুদ্দুস শমশাদ, জুবায়ের আহমদ সার্জন, শাহসার ওয়ার আলী, হোসাইন সোহাগ, সিরাজুল হক, কবির আশরাফ, সৈয়দ রেজাউল হক, ছয়ফুল আলম পারুল, বেলাল আহমদ চৌধুরী, মোয়াজ আফসার। গান পরিবেশন করেন কোবাদ বখত রুবেল, সাজিদুর রহমান সাজিদ, বাহাউদ্দিন বাহার। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য কামাল আহমদ।
এমসি কলেজ : এমসি কলেজ প্রতিনিধি জানান, মুরারিচাঁদ কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ও শিক্ষার্থীদের দলীয় নজরুল গীতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল জন্মজয়ন্তী-২০২৩ উদযাপন কমিটির সদস্য ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ।
নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো: তৌফিক এজদানী চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটির সদস্য ও সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হামিদ ও বাংলা বিভাগের প্রফেসর ড. সাহেদা আখতার।
এসময় আরও উপস্থিত ছিলেন নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটির সদস্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, ইংরেজি বিভাগের প্রভাষক ফাজিলাতুন নাহারসহ কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, রবীন্দ্রনাথ ঠাঁকুর ও কাজী নজরুল ইসলাম যা চেয়েছেন সেগুলো বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নজরুল ছিলেন ভালোবাসার কবি ও দ্রোহের কবি।
স্কলার্সহোম : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কবিতা ও গানে স্মরণ করেছে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কলার্সহোম ক্যাম্পাস অডিটোরিয়ামে রবীন্দ্র ও নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী। শিক্ষার্থী সপ্তর্ষি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী, প্রভাষক নাজনীন জাহান ও শামীমা আক্তার।
রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করেন শিক্ষার্থী নাবিহা, সত্যম, রামিসা, রাকিবুল, হৃদি হৃতশ্রী, প্রভাষক মীনাক্ষি সাহা ও হৃদি প্রমুখ। অনুষ্ঠানে কীবোর্ড
ছিলেন অর্ণব, অক্টোপ্যাডে সুদীপ্ত ও তবলায় সাজিদুল।
সিলেট সাহিত্য পরিষদ : সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কবিতাপাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। অন্যদের মধ্যে আলোচনা ও কবিতাপাঠে অংশ নেন কবি সুমন বণিক, কবি অমিতা বর্দ্ধন, কবি-অধ্যাপক জান্নাত আরা খান পান্না ও কবি চন্দ্রশেখর দেব। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি মো. আলাউদ্দিন তালুকদার।
সভায় বক্তারা বলেন, প্রেমের কবি, মানবতার কবি দ্রোহের কবি নজরুল ইসলামের গান-কবিতা আমাদের সকল সংগ্রাম, দুর্বিপাকে প্রেরণার উৎস। সম্প্রীতির গান ছিলো নজরুলের আরাধ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ অন্যায়, অবিচারের বিরুদ্ধে নজরুলের লেখনি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে এক
আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে মুক্তমঞ্চে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় আলোচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক কবি মনজুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক সহিদ আহমদ খান সাবের, সদস্য মোঃ ঈসা তালুকদার, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের স্টাফ রিপোর্টার লাকি আহমদ। অন্যদের মধ্যে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন ঝর্ণা দেব তালুকদার, পড়শী রাণী দাস, পৌসী দাস পুর্ণিমা, ফালগুনী দে প্রমা, প্রান্ত সারথি দাস প্রমুখ।