কোয়ালিটি স্কাউট গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার সুনাগরিক তৈরি হবে —— বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ২:৩২:৩৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, স্কাউটদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গুণগত স্কাউটিং সম্প্রসারণে স্কাউট লিডারদের আরো ব্যাপক ভূমিকা রাখতে হবে। কোয়ালিটি স্কাউট গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার সুনাগরিক তৈরি হবে।
গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চল আয়োজিত তিনদিন ব্যাপী ২৪তম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে স্কাউট ও কাব দল গঠন করতে হবে। প্রত্যেক উপজেলা স্কাউট ভবন নির্মাণের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের
সহ-সভাপতি ও গোলাপগঞ্জ উপজেল পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এডভোকেট প্রমথ সরকার এলটির সঞ্চালনায় এলটির স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার। বক্তব্য রাখেন আঞ্চলিক স্কাউট কমিশনার মহিউল ইসলাম মুমিত , গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান,আঞ্চলিক পরিচালক মাহফুজা পারভিন প্রমুখ। তিনদিন ব্যাপী মাল্টিপারপাস ওয়ার্কশপে আঞ্চলিক স্কাউট উপ-কমিশনারবৃন্দ,বিভিন্ন জেলা স্কাউট কমিশনার, সম্পাদক, জেলা কাব ও স্কাউট লিডারবৃন্দ অংশগ্রহণ করেন।