ছাতকে ২৬ কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামত ও পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৩:৪৫:৪৫ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ২৬ কোটি টাকা ব্যয়ে ছাতক-দোয়ারাবাজার রাস্তার মেরামত ও পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
আজ শুক্রবার সকাল ১১ টায় তিনি এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিকে, ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের সুরমা ব্রিজ সংলগ্ন মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুহিবুর রহমান মানিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সড়ক ও জনপথ অধিদপ্তর
সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগ ছাতকের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহাগ, নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল।
সভাটি পরিচালনা করবেন নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক তালুকদার রাজু।