সিসিক নির্বাচন
মেয়র পদে ৫ জনসহ ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৩:৪৮:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শামছুন নুর তালুকদার। সিসিক নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থীর সমর্থনসূচক তালিকায় থাকা ২ জন ভোটার ইতোমধ্যে মারা গেছেন। আরেক জনের নেই স্বাক্ষর। তিনি আবার ঋণ খেলাপীও। নেই আয়কর রিটার্নের কপি। এ সকল কারণে বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। কেবল শামছুন নুর তালুকদারই নয় এভাবে নানান ক্রটি থাকায় আরও ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইকালে নানান ক্রটি ধরা পড়ায় সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সাল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল করেন। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৫ নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরসহ বাছাইয়ে মোট ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মিডিয়া সেল’র যুগ্ম প্রধান সৈয়দ কামাল উদ্দিন সিলেটের ডাককে এ সকল তথ্য নিশ্চিত করে বলেন, বাছাইকালে নানান ক্রটি ধরা পড়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।
ইসি সূত্র জানায়, বাছাইকালে মেয়র পদের ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া যায়। মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মেয়র প্রার্থী মো. জহিরুল আলম (গোলাপফুল), স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমন।
এদিকে, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আবদুল মান্নান খানের সমর্থনসূচক তালিকায় ভোটার তথ্য যাচাই করতে গিয়ে ১ জনকে পাওয়া যায় যিনি বালাগঞ্জের ভোটার। আরেক ভোটার পাওয়া যায় যিনি চট্টগ্রামের এবং সে বলেছে স্বাক্ষর করেনি। এসব কারণে এই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সমর্থনসূচক তালিকা তদন্ত করতে গিয়ে পাওয়া যায় একজন ভোটার বালাগঞ্জ উপজেলার। আরেকজন ভোটার বলেছেন যে, তিনি স্বাক্ষর করেননি । এসব ক্রটি ধরা পড়ায় তার প্রার্থীতা বাতিল করে ইসি।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শাহাজাহান মিয়া ও অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী মোস্তফ আহমেদ রউফ মোস্তফা তাদের মনোনয়নপত্রের সাথে সম্পদের বিবরণী জমা দেননি। তাদের দু’জনেই সর্বশেষ আয়করের রিটার্ন কপিও জমা দেননি। এসব ক্রটির ফলে এই দু’প্রার্থীর মনোনয়ন পত্রও বাতিল করা হয়েছে।
মেয়র পদে মোট ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৫ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ৬ প্রার্থী প্রতিদ্বন্দি¦তার তালিকায় আছেন।
বাছাইকালে ক্রটি ধরা পড়ায় সাধারণ ওয়ার্ডের ১৫ নং ওয়ার্ডের ১ জন, ২১ নং ওয়ার্ডের ১ জন, ২৮ নং ওয়ার্ডের ১ জন, ৩৩ নং ওয়ার্ডের ১ জন, ৩৪ নং ওয়ার্ডের ১ জন ও ৩৯ নং ওয়ার্ডের ১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করে ইসি। সাধারণ ৪২ ওয়ার্ডে মোট ২৮৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৬ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন ২৮১ প্রার্থী।
এদিকে, সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ২ নং ওয়ার্ডে ১ জন, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ১ জন, সংরক্ষিত ৪ নং ওয়ার্ডে ১ জন, সংরক্ষিত ৫ নং ওয়ার্ডে ১ জন ও সংরক্ষিত ৬ নং ওয়ার্ডে ১ জন নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সংরক্ষিত ১৪ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮৯ নারী প্রার্থী। ৫ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে ৮৪ নারী প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করছেন।
ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন বৃহস্পতিবার। ২১ জুন বুধবার ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে সিসিকের ৫ম নির্বাচন অনুষ্ঠিত হবে।