গোয়াইনঘাটের মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৩:৫০:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটের মাদক কারবারি দিলাল উদ্দিনকে (২৭) মাদক বিক্রির দায়ে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। তাকে আর্থিক দন্ডও দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী তাকে এই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত দিলাল গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের মৃত তেরা মিয়ার পুত্র। বর্তমানে সে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
সিলেট জেলার পিপি এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন সিলেটের ডাককে রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের মেসার্স আয়নুল ভেরাইটিজ সেন্টারের সামনের সড়কে ২০২১ সালের ২২ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুটো প্লাস্টিকের বস্তা ফেলে মাদক কারবারি দিলাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। এসময় দুটো প্লাস্টিকের বস্তা থেকে
ভারতীয় নিষিদ্ধি ৪৮৩ বোতল ‘টপেক্স সিডি’ সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন গোয়াইনঘাট থানায় র্যাবের উপ-পরিদর্শক প্রণব রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৩। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে দিলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল। বিচারের জন্য মামলাটি সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। অভিযোগ গঠনের পর পর্যায়ক্রমে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর যুক্তিতর্কসহ আনুষাঙ্গিক কার্যক্রম শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে
সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী (দায়রা মামলা নং-৩৮২/২০২২) এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারনির ১৪ (গ) ধারায় আসামি দিলাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেন। তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদ- দেন আদালত। রায় ঘোষণাকালে আসামি দিলাল আদালতে আসামির কাঠগড়ায় হাজির ছিল ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সিলেট জেলার পিপি এডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন। আসামি পক্ষে এডভোকেট মো. মঞ্জুর কাদির মামলাটি পরিচালনা করেন।