যে সব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৩:৫২:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ১১ কেভি এবং ১১/০.৪ কেভি লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার নগরীর কয়েকটি এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যে সব এলাকায় আজ সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তার মধ্যে রয়েছে নয়াসড়ক ফিডারের কাজীটুলা, রকিবশাহ মাজার,
মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, কিশোরী মোহন স্কুল, খাজাঞ্জিবাড়ী স্কুল ও আশপাশ এলাকা। প্রতিকূল আবহাওয়া থাকলে পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত বাতিল হতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন জানান।