ফেঞ্চুগঞ্জে মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৩:৫৩:৫৬ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ফেঞ্চুগঞ্জ সেতুর পার্শ্ববর্তী এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের ঝোঁপে মৃতদেহ দেখে লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ উদ্ধারকারী দলে থাকা ফেঞ্চুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আশরাফুল আলম জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির ছেলে জাকির এবং আফজাল। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার নাম সজিব আলী। তিনি গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের বাসিন্দা।