চেয়ারম্যান মখন মিয়ার কবর জিয়ারতে বিএনপির ভাইস প্রেসিডেন্ট শাহজাহান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৩:৫৮:০১ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মরহুম শেখ মখন মিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি মখন মিয়া চেয়ারম্যানের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও ছাতক-দোয়ারার সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, শেখ মখন মিয়ার ছেলে ডা. শেখ মনসুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি