মহানগর বিএনপির মতবিনিময়
রোববারের পদযাত্রা কর্মসূচি সর্বাত্মক সফল করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ৭:৫৩:৩১ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোন স্বচ্ছ নির্বাচন হবে না। বিএনপি নেতাকর্মীদের উপরে সীমাহীন জুলুম-নিপীড়ন ও কোন ষড়যন্ত্রই সরকারকে রক্ষা করতে পারবে না। দেশপ্রেমিক জনতার আন্দোলনে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ২৮ মে রোববার সিলেট
মহানগর বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি সর্বাতœকভাবে সফল করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর তাতীপাড়াস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ স¤্রাট হোসেন, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম,
মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন ইবনে রাজ্জাক রুমেল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এলিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক ও মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল প্রমুখ। সভায় রোববার বাদ জোহর বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট মহানগর পদযাত্রা সফলের লক্ষে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি