নার্সিং ভর্তি পরীক্ষা সম্পন্ন সিলেটে অংশ নেয় ১৩৯৫৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৪:৫৯:৫৪ অপরাহ্ন
মেডিক্যাল রিপোর্টার : দেশের অন্যান্য কেন্দ্রের ন্যায় গতকাল শুক্রবার ‘নার্সিং ভর্তি পরীক্ষা, ২০২২-২৩’ সম্পন্ন হয়েছে। দেশের মোট ২০টি কেন্দ্রের ৬২টি ভেন্যুতে এক সাথে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার পরীক্ষা সিলেট ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রের আওতাধীন ৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ভেন্যুগুলো হচ্ছে–ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সিলেট সরকারী মহিলা কলেজ। এবার সিলেট বিভাগে মোট ১৪,৭০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩,৮৫৪ জন অংশ নেয় এবং ৮৫৪ জন অনুপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।