রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ নিপুণ রায়সহ শতাধিক বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৫:০৯:২৭ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। কর্মসূচীর মধ্যে রয়েছে- ৩০ মে মঙ্গলবার বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৩১ মে বুধবার বাদ জোহর নগরীর বিভিন্ন এতিমখানায় দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হবে।
দুইদিনের পৃথক কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।-বিজ্ঞপ্তি