ওসমানী হাসপাতালে হলো কিডনী ক্যান্সারের অত্যাধুনিক অস্ত্রোপচার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৫:২৮:৪৯ অপরাহ্ন

ডা: এস.এম আসাদুজ্জামান জুয়েল : সিলেটে এই প্রথম সরকারীভাবে কিডনী ক্যান্সারের অত্যাধুনিক অস্ত্রোপচার (শল্য) চিকিৎসা ল্যাপারোস্কোপিক রেডিক্যাল নেফ্রেক্টমী (খধঢ়ধৎড়ংপড়ঢ়রপ জধফরপধষ ঘবঢ়যৎবপঃড়সু) সম্পন্ন হলো। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা: এম.এ আলীমের সার্বিক তত্ত্বাবধানে একটি টিম গত ১৪ মে রোববার এ অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অপারেশনের পর রোগী সুস্থ আছেন।
উল্লেখ্য, বেসরকারীভাবে এ অপারেশনটি খুবই ব্যয়বহুল। তাছাড়া দেশের হাতেগোনা কয়েকজন ইউরোলজিষ্ট ছাড়া সবাই এ অপারেশন করেন না বা করতে পারেননা। তাই এ ধরণের রোগীরা এখন থেকে সরকারীভাবেই সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইউরোলজী বিভাগ থেকে স্বল্প খরচে সেবা নিতে পারবেন বলে জানান ডা: এম.এ. আলীম ।