নজরুল সংগীত শিল্পী পরিষদ, সিলেট-এর সভা
‘নজরুল বাংলা সাহিত্যের গতিপথ পাল্টে প্রতিরোধের ধারা তৈরি করেন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৫:৩৪:৩৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেছেন, বাংলা সাহিত্যাকাশে নজরুলের আবির্ভাবকে বলা যায় অগ্নিবীণা হাতে ধূমকেতুর মতো। তাই, তার উপাধি বিদ্রোহী কবি। তিনি বলেন, কাজী নজরুল বাংলা সাহিত্যের গতিপথ পাল্টে বিদ্রোহ-প্রতিবাদ-প্রতিরোধের ধারা তৈরি করেন। উন্নত কণ্ঠে উচ্চারণ করেন সাম্য আর মানবতা। ধ্যান-জ্ঞান, নিঃশ্বাস-বিশ্বাস, চিন্তা-চেতনায় তিনি সম্প্রীতির কবি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুলসংগীত শিল্পী পরিষদ, সিলেট বিভাগ’র আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস। গাজী আফরোজা বীথির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সুকোমল সেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, বিজন কান্তি রায়, সুকোমল সেন, শিল্পী চক্রবর্তী, দিপ্তী রাণী দে, সানজিদা সারোয়ার, আফরোজা বীথি, গাজী সামাদ এরশাদ, আশীষ সেন, সুস্মিতা চন্দ্র ঐশী, প্রাবন্তী দেব, হাকীমুল ইসলাম অভি ও চৈতী রানী ঘোষ। সমবেত কন্ঠে সংগীত পরিবেশন করেন পরিষদের সদস্যবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ ।