দক্ষিণ সুরমার লালাবাজারে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৬:০২:৩০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ‘বাগরখলা ও জাফরাবাদ গ্রামের সংযোগ সড়কে-বুড়িবরাক নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার কাজের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দুহা পিপিএম, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি