পীরেরবাজারে সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৫:২৬:৫৭ অপরাহ্ন
৫ জনের বিরুদ্ধে মামলা ॥ ৪৮ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেফতার দাবি
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহপরান থানার পীরেরবাজারে আর রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৫ জনকে আসামী করে গতকাল শনিবার শাহপরান (রহ:) থানায় মামলা দায়ের করেন অমিত কান্তি দে হিপলু। মামলার আসামীরা হলেন, শাহপরান থানার রুস্তমপুর দিগন্ত এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে আহমদ উদ্দিন সাজন (৩০), একই এলাকার সুজ্জাদ মিয়ার ছেলে মো. খালেদ (২৮), চকগ্রাম এর মৃত নুরুল ইসলামের ছেলে হাছান আহমদ (২৬), বটেশ্বর এলাকার জালালনগর এর দিকজয় ধর এর ছেলে সৈকত ধর(২৭) এবং দাসপাড়া এলাকার জাহাঙ্গীর(২৬)।
শাহপরান(র.) থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছে।
মামলার বিবরণীতে বলা হয়, গত শুক্রবার সকাল ৭টার দিকে আসামীরা দলবল নিয়ে সিএনজি ফিলিং স্টেশনে হামলা চালায়। তারা ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধর করে জখম করে এবং তাদের নিকট চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তারা ফিলিং স্টেশন থেকে ৯ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায়, সিলেটের ব্যবসায়ী মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রতিবাদ সভা করেছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোয়িশন সিলেট। গতকাল শনিবার প্রতিবাদ সভায় তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের ৪৮ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় পাম্প মালিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফয়েজ আহমদ, হুমায়ুন আহমদ, সাজুওয়ান আহমদ, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, নুরুল ওরফে আলতাফী, আখতার ফারুক লিটন, সিরাজুল ইসলাম আলমগীর, রিয়াদ উদ্দিন, আব্দুল মুমিন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, শরিফুল ইসলাম স্বপন সহ সকল পাম্প মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সিএনজি ফিলিং স্টেশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। চেম্বার সভাপতি তাহমিন আহমদ এক বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।