রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে জাতির পিতার ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন অনুষ্ঠান আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৩, ৫:২৮:৫২ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের আমেজে উদযাপন করবে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতার পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন করবে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। কর্মসূচির মধ্যে রয়েছে, দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১২টা ৫ মিনিটে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন এবং দুপুর ১২টা ১০ মিনিটে কলেজের কনফারেন্স হলে আলোচনা সভা। কর্মসূচিতে কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, উপপরিচালক ও সহকারী পরিচালক (হাসপাতাল) এবং কনসালট্যান্টবৃন্দ অংশগ্রহণ করবেন।-বিজ্ঞপ্তি