লালাদিঘীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৫:৪০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে একটি দিঘীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। শিশু দুটির নাম তাইবা বেগম ও হাবিবা বেগম। গতকাল রোববার বিকেলে লালাদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের লালাদিঘীরপাড় এলাকার বাসিন্দা রকিবুল ইসলাম ঝলক।
কাউন্সিলরের দেয়া তথ্য মতে, গতকাল রোববার প্রচন্ড গরমের সময় সাঁতার না জানা লালাদিঘীরপাড়ের তোতা মিয়ার কলোনীর বাসিন্দা মামুন মিয়ার মেয়ে তাইবা (৭) ও একই এলাকার শাহজাহান মিয়ার কলোনীর বাসিন্দা হাবিবা বেগম (৯) লালাদিঘীতে গোসল করতে নামে।
গোসল করতে আসার পর থেকে তারা বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে দিঘীর পাড়ে একজনের পরনের ওড়না পেয়ে সন্দেহ হলে তারা দিঘীতে নেমে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে শিশু দুটির লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিলেটের বৃহৎ লালাদিঘীটি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে থাকলেও চারপাশে নেই কোনো রেলিং। ফলে যে কোনো সময় শিশুরা অনায়াসে নামতে পারছে-এমন অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এ প্রসঙ্গে কথা হলে কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক জানান, দিঘীর চারপাশে বেস্টনী থাকলে ঝুঁকি কম থাকতো। সিটি কর্পোরেশন একবার উদ্যোগ নিয়েও সেটি হয়নি।